প্রিন্ট এর তারিখঃ Oct 21, 2025 ইং || প্রকাশের তারিখঃ Oct 17, 2025 ইং
নির্বাচনী প্রক্রিয়া নিয়ে বসার আহ্বান প্রধান উপদেষ্টার, বিএনপি রাজি: সালাহউদ্দিন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কোন প্রক্রিয়ায় হবে তা নির্ধারণে
আলাপ-আলোচনায় বসতে বিএনপি রাজি বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য
সালাহউদ্দিন আহমদ। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই জাতীয় সনদ
স্বাক্ষর অনুষ্ঠান শেষে শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় গণমাধ্যমকর্মীদের
প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
জুলাই জাতীয় সনদ স্বাক্ষর
অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেন, 'আমরা নির্বাচনের কথা বলেছি। যে সুর আজকে
আমরা বাজালাম, সেই সুর নিয়ে আমরা নির্বাচনে যাব। ঐক্যের সুর নিয়ে আমরা
নির্বাচনের দিকে যাব।
ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং এই ঐক্য যেন
বজায় থাকে। আজকে ঐকমত্যে আমরা যেমন সনদ করলাম, নির্বাচনের ব্যাপারেও
রাজনীতি বিভিন্ন দলের নেতারা বসে একটা সনদ করেন, কীভাবে নির্বাচন করবেন।'
তিনি
আরও বলেন, 'যেমন-তেমন করে নির্বাচন করলে তো আবার পুরোনো জায়গায় ফিরে
যাওয়া—এত কিছু করে লাভ কী হলো! এ কথা লিখে আমার লাভ কী হলো? কথা লিখলাম,
কথা মানলাম না। কাজের মধ্যে দিয়ে মানলাম না।'
এ প্রসঙ্গে
সালাহউদ্দিন বলেন, 'সাংবিধানের ৬৫ (২) অনুচ্ছেদে বলা আছে বাংলাদেশের
প্রত্যেক আঞ্চলিক নির্বাচনী এলাকার মধ্যে সরাসরি প্রত্যক্ষ ভোটের মাধ্যমে
৩০০ জন জাতীয় সংসদ সদস্য নিয়ে জাতীয় সংসদ গঠিত হবে।
৬৫ (৩)
অনুচ্ছেদে আছে যারা নারী সদস্য থাকবে। কিন্তু এখন কেউ কেউ সেটা বর্ণনা করছে
যে, নির্বাচন কমিশন শুধু নির্বাচন করার জন্য দায়িত্বপ্রাপ্ত—অন্য কিছু না।
এটা সত্য! নির্বাচন কমিশন তো নির্বাচন পরিচালনা করবে কিন্তু কীভাবে করবে
সেটা বর্ণিত আছে।'
'সুতরাং জাতিকে বিভ্রান্ত করার কোনো সুযোগ নাই।
প্রধান উপদেষ্টা তার পরেও যদি আলাপ-আলোচনা করতে চান, আমরা আলাপ-আলোচনায়
বিশ্বাস করি,' যোগ করেন তিনি।
সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী
বরিশাল খবর অফিস: সিএন্ডবি রোড, বরিশাল
ইমেইল:
nomanibsl@gmail.com
মোবাইল: 01713799669 / 01712596354
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি
© বরিশাল খবর সর্বস্ব সংরক্ষিত